উপজেলা হিসাবরক্ষণ অফিস, হাকিমপুর,দিনাজপুর এর তথ্য বাতায়ন পরিদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের তথ্য বাতায়ন আরো সমৃদ্ধ করতে নিচে আপনার মহামূল্যবান মতামত জানিয়ে সহযোগিতা করুন।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক,কর্কান্ড

সাম্প্রতিক অর্জন: উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) এর কার্যালয়, হাকিমপুর, দিনাজপুরকে সর্ম্পর্ণভাবে iBAS++ পদ্ধতিতে সমন্বিতভাবে ইন্টারনেট ভিত্তিক বাজেটিং ও একাউন্টিং কার্যক্রম এর আওতায় আনা হয়েছে। সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মকর্তা কর্মচারিদের বেতন বিলসহ অন্যান্য আনুষাঙ্গিক বিলসমূহ যথাসময়ে নিস্পত্তি করা সম্ভব হচ্ছে । বর্তমানে Electric Fund Transfer(EFT)পদ্ধতিতে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে এবং ডিডিও মডিউলের মাধ্যমে কর্মচারিদের বেতন ভাতা (EFT) করণের কাজ অনেকদূর অগ্রসর হয়েছে । জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় হিসাবরক্ষণ অফিস কর্তৃক অদ্যাবধি প্রায় 122 জন কর্মকর্তা ও 910 জন কর্মচারীর বেতন এবং প্রায় 450 জন পেনশনভোগির পেনশন Online এ নির্ধারণ করা সম্ভব হয়েছে । পাশাপাশি 122 জন কর্মকর্তা ও 910 জন কর্মচারীর জিপিএফ এ্যাপ্রুভ করা সম্ভব হয়েছে । Online বেতন ও পেনশন নির্ধারণ কার্যক্রমের মাধ্যমে উল্লিখিত সংখ্যক সরকারি চাকুরিজীবি ও পেনশনভোগির পরিপূর্ণ Dtabase প্রস্তুত করা সম্ভব হয়েছে । বর্তমানে শতভাগ কর্মকর্তার বেতন ভাতা অনলাইনে দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে । EFT পদ্ধতিতে পেনশনভোগিদের ব্যাংক একাউন্টে পেনশন পরিশোধের নিমিত্ত ইউএও/হাকিমপুর,দিনাজপুর নিরলস সেবা দিয়ে যাচ্ছে এবং বর্তমানে শতভাগ পেনশনারের পেনশন EFT পদ্ধতিতে কার্যলয় ও সিএফও কার্যলয়ের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে ।

অন্যান্য ভিডিও